সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হামিমের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১২:৪৭

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে নিজে কাছে ডেকে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানের সঙ্গে হামিমের সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। হামিম নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, দূর থেকে হামিমকে দেখে তারেক রহমান নিজে দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন।

এই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করে হামিম ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “আমি গর্বিত, প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।”

হামিম কালবেলাকে এ বিষয়ে বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেখে ডাক দেন। আমি কাছে গেলে শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি জানতে চান। আমি বলি আপনাকে সালাম দিতে এসেছি। এরপর তিনি জানতে চান, শরীর আগের থেকে ভালো কি না। পরে তিনি আমাকে সাবধান থাকার পরামর্শ দেন এবং দোয়া চেয়ে চলে আসি।”

ভিডিওটিতে আরও দেখা যায়, গাড়ি থামিয়ে হামিমকে ডেকে তারেক রহমান হাত মেলান এবং আন্তরিকভাবে কুশল বিনিময় করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top