সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

৮৩তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড ২০২৬, বিজয়ী হলেন যারা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

সংগৃহীত

হলিউডের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে সোমবার (১২ জানুয়ারি) ৮৩তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের মর্যাদাপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে হলিউডের পুরস্কার মৌসুমের সূচনা ঘটানো এই ইভেন্টে চলচ্চিত্র ও টেলিভিশন উভয় ক্ষেত্রে সেরা কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়।

চলচ্চিত্র বিভাগে আলোচনার কেন্দ্রে থাকা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিটি নয়টি মনোনয়নের মধ্যে চারটি বড় পুরস্কার জয় করে। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি), সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যসহ সেরা সহ-অভিনেত্রী—এই চারটি বিভাগে জয়ী হয়েছে এটি।

ড্রামা চলচ্চিত্রের ক্ষেত্রে ‘হ্যামনেট’ ছবিটি সেরা ড্রামা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। ছবির প্রধান অভিনেত্রী জেসি বাকলি সেরা অভিনেত্রীর সম্মানও লাভ করেছেন। অন্যদিকে ‘দ্য সিক্রেট এজেন্ট’ ছবির জন্য সেরা ড্রামা অভিনেতা নির্বাচিত হয়েছেন ওয়াগনার মউরা। ছবিটি সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র পুরস্কারও জিতেছে।

টেলিভিশন বিভাগে নেটফ্লিক্স অরিজিনাল ‘অ্যাডোলেসেন্স’ চারটি পুরস্কার জয় করে দাপট দেখিয়েছে। এর মধ্যে রয়েছে সেরা লিমিটেড সিরিজ, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা ও সেরা সহ-অভিনেত্রী। ড্রামা সিরিজ ‘দ্য পিট’ সেরা টিভি সিরিজ (ড্রামা) এবং সেরা অভিনেতার পুরস্কার জিতে আলো ছড়িয়েছে।

এ বছর প্রথমবার গোল্ডেন গ্লোবসে যুক্ত হয়েছে নতুন একটি বিভাগ, ‘সেরা পডকাস্ট’, যা জিতেছে ‘গুড হ্যাং উইথ অ্যামি পোহলার’। এভাবে প্রথমবারের মতো অ্যামি পোহলার গোল্ডেন গ্লোবস জয়ী হয়েছেন। এছাড়াও প্রথমবার জয়ী হয়েছেন ওয়েন কুপার (‘অ্যাডোলেসেন্স’) এবং টেয়ানা টেলর (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’)।

বেশি পরিচিত মার্কিন কৌতুকশিল্পী নিকি গ্লেজার এই অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। তার উদ্বোধনী মনোলগে উপস্থিত এ-লিস্ট তারকাদের নিয়ে রসিকতা সকলের মন জয় করেছে।

বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা:

  • সেরা চলচ্চিত্র – ড্রামা: হ্যামনেট
  • সেরা চলচ্চিত্র – মিউজিক্যাল/কমেডি: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: দ্য সিক্রেট এজেন্ট
  • সেরা অ্যানিমেটেড ছবি: কেপপ ডেমন হান্টার্স
  • সেরা নারী অভিনেত্রী – ড্রামা: জেসি বাকলি (হ্যামনেট)
  • সেরা পুরুষ অভিনেতা – ড্রামা: ওয়াগনার মউরা (দ্য সিক্রেট এজেন্ট)
  • সেরা নারী অভিনেত্রী – মিউজিক্যাল/কমেডি: রোজ বার্ন
  • সেরা পুরুষ অভিনেতা – মিউজিক্যাল/কমেডি: টিমোথি চালামেট (মার্টি সুপ্রিম)
  • সেরা সহ অভিনেত্রী: টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
  • সেরা সহ অভিনেতা: স্টেলান স্কারসগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)
  • সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
  • সেরা চিত্রনাট্য: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

গোল্ডেন গ্লোবস ২০২৬ এইভাবে নতুন বিজয়ীদের জন্ম দিয়ে হলিউডের উৎসবকে আরও রঙিন করে তুলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top