গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া সব দলের দায়িত্ব: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে ‘না’ ভোট পাশ হলে দেশের গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে এবং স্বৈরাচারী শক্তির উত্থানের আশঙ্কা তৈরি হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটর এলাকায় গণভোটের প্রচারণার লক্ষ্যে আয়োজিত ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—গণভোটে ‘না’ পাশ হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে।”
তিনি আরও বলেন, “আপনারা যদি আমাদের দলকে ভোট না-ও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে—গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। কারণ এই ভোট শুধু একটি দলের নয়, এটি বাংলাদেশের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণের ভোট।”
‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া দলগুলোর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “‘না’-এর পক্ষে যারা কথা বলছেন, তারা আসলে জনগণকে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ ভোট পাশ হলে যে শক্তি ক্ষমতায় আসবে, তারা স্বৈরাচারী হবে।”
বর্তমান রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “এখন কেউ ফ্যামিলি কার্ড, কেউ কৃষক কার্ড দেওয়ার কথা বলছে। কিন্তু এই কার্ডের মাধ্যমে যে টাকা দেওয়া হবে, সেই টাকা কোথা থেকে আসবে—তা কেউ বলছে না। তারা শুধু খরচের কথা বলছে, আয়ের কথা বলছে না।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই কার্ড দিতে গিয়ে ভবিষ্যতে ভ্যাট বাড়ানো হতে পারে। এতে সাধারণ জনগণের ওপর বাড়তি চাপ পড়বে। বাস্তবে এসব কার্ড দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ বঞ্চিত থাকবে। এর ফলে রাষ্ট্রীয় অর্থ আবার দলীয়করণ হবে, বাড়বে দুর্নীতি ও স্বজনপ্রীতি।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই, একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করি, ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।”
তিনি আরও জানান, শুধু জুলাই সনদ আদেশ নয়, বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়েও কাজ করা হবে।
শেষে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলমত নির্বিশেষে সবাই বিচার-বিবেচনা করে ভোট দেবেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নেবেন।”
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আজ থেকে সারা দেশে গণভোটের পক্ষে আমাদের প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।