5296

05/29/2023 তিউনিশিয়ায় নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু

তিউনিশিয়ায় নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক

১০ মার্চ ২০২১ ১২:০২

তিউনিশিয়ায় নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৬৫ জনকে।

 

মঙ্গলবার (৯ মার্চ) এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক বলে এতে উল্লেখ করা হয়।বার্তা সংস্থা রয়টার্স এর বরাদ দিয়ে জানা যায়,আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড। গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।

এনএফ৭১/ফামি/২০২১

সম্পাদক : আবু জাফর সুর্য
যোগাযোগ: বাড়ি-৫৪৮, রোড-১৩, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬
ফোন: ০২ ৮৪১৮০৭৬
ইমেইল: newsflash71info@gmail.com