অতিথি পাখির নিরাপদ অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯
শীত মৌসুম এলেই পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেশের অন্যতম নিরাপদ অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এই ক্যাম্পাসে একসঙ্গে নানা প্রজাতির পাখি দেখার সুযোগ পান পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমীরা।
শীতপ্রধান দেশ সাইবেরিয়া থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রতিবছর বাংলাদেশে আসে এসব অতিথি পাখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ হ্রদ ও জলাশয় জলজ পাখি ও বিভিন্ন প্রজাতির হাঁসের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় তারা এখানে নিরাপদ আশ্রয় নেয়।
এ ক্যাম্পাসে গ্রেটার হুইসলিং ডাক, লেসার হুইসলিং ডাকসহ এমন অনেক প্রজাতির পাখি দেখা যায়, যেগুলো সচরাচর দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না। ভোরবেলা ও শেষ বিকেলে পাখির কিচিরমিচিরে মুখরিত থাকে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।
বিশেষজ্ঞদের মতে, এসব পরিযায়ী পাখি হাজার মাইলের দীর্ঘ পথ পাড়ি দেয় অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ পাখিদের অনুসরণ করে। তাদের চোখে থাকা এক ধরনের চুম্বকীয় ক্ষমতা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করতে সাহায্য করে। পাশাপাশি আকাশের তারার অবস্থান দেখেও তারা পথ চিনে নেয়।
প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা। যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতেও এ ক্যাম্পাস অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় হিসেবে টিকে থাকবে।
নাহার
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।