শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

১৭ বছর পর ভোটার হলেন তারেক রহমান: সারলেন এনআইডি নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮

সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে তিনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবনে পৌঁছান তিনি। সেখানে প্রবাসীদের জন্য নির্ধারিত বুথে নিজের ছবি তোলা, দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ এবং স্বাক্ষর প্রদান করেন। এ সময় নির্বাচন কমিশন সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা শুরুর সময় তারেক রহমান বিদেশে থাকায় ভোটার হতে পারেননি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার পক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছে। তারেক রহমানের এই নিবন্ধনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের আইনি প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top