শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শাহবাগে বিক্ষোভ: দাবি একটাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৩

সংগৃহীত

রাজধানীর শাহবাগ এখন স্লোগান আর প্রতিবাদে উত্তাল। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার রাত পেরিয়ে শনিবার সকাল হলেও সড়ক ছাড়েননি শত শত ছাত্র-জনতা।

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমকে দ্রুত গ্রেফতারের দাবিতে এই অবস্থান। গতকাল জুমার নামাজের পর ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ মোড় অবরোধ করে। আন্দোলনকারীরা সেখানেই ফজরের নামাজ আদায় করেন এবং সারা রাত অবস্থান বজায় রাখেন।

বিক্ষোভকারীদের মুখে এখন একটাই ধ্বনি— ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’ এবং ‘তুমি কে আমি কে, হাদি হাদি’। শাহবাগ চত্বর যেন এক প্রতিবাদী জনসমুদ্রে পরিণত হয়েছে। এই অবরোধের ফলে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতে প্রভাব ফেললেও আন্দোলনকারীরা বিচার না পাওয়া পর্যন্ত সরতে নারাজ।

প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top