জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের দাপট, ভিপি-জিএস-এজিএসসহ ১৫ পদে জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ১৫টি পদে বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল জয় পেয়েছে ৫টি পদে এবং একটি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে জবির শহীদ সাজিদ ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে জকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
সহ-সভাপতি (ভিপি) পদে ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ভোটের ব্যবধান ৮৭০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবির সমর্থিত আব্দুল আলীম আরিফ। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। একই পদে ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।
শিবির সমর্থিত প্যানেলের অন্যান্য বিজয়ীরা
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নূর নবী (৫৪০০),
শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল (৫৫২৪),
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছাঃ সুখীমন খাতুন (৪৪৮৬),
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ (৪৪৭০),
আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম (৪৬৫৪),
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া (৪৫০১),
ক্রীড়া সম্পাদক মো. জর্জিস আনোয়ার নাঈম (৩৯৬৩),
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (৩৪৮৬)।
নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন— ফাতেমা আক্তার (৩৮৫১), মো. আকিব হাসান (৩৫৮৮), শান্তা আক্তার (৩৫৫৪) ও মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক (২৯১৭)।
ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের বিজয়ীরা
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম আহমেদ (৫৩৮৫),
পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন (৪০২৩),
পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব (৪৬৫৮)।
নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন মো. সাদমান আমিন (সাদমান সাম্য) (৩৩০৭) ও ইমরান হাসান ইমন (২৬৩৬)।
স্বতন্ত্র প্রার্থী
নির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন মো. জাহিদ হাসান।
ভোটগ্রহণের চিত্র
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের পরও কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন থাকায় ভোটারদের ভোট দিতে সুযোগ দেওয়া হয়।
নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৬৫ জন।
অংশগ্রহণকারী প্যানেল
নির্বাচনে চারটি প্যানেল অংশ নেয়—
‘অদম্য জবিয়ান ঐক্য’ (ইসলামী ছাত্রশিবির সমর্থিত),
‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ (ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থী),
‘মওলানা ভাসানী ব্রিগেড’ (বাম জোট সমর্থিত)
এবং ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ (জাতীয় ছাত্রশক্তি সমর্থিত)।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।