৫৬ বছরে পদার্পন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ২২:৩৯
প্রতিষ্ঠার ৫৫ বছর অতিক্রম করে ৫৬ বছরে পদার্পন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন। ২০০১ সাল থেকে প্রশাসন এই দিনটিকে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করে আসছে।
সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সকাল সাড়ে নয়টায় পুরাতন কলাভবনের সামনে ‘মৃতমঞ্চে’ শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও অতিথিরা জমায়েত হন। সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাতীয় পতাকা উত্তোলন ও ভাষণ দিয়ে দিবসের উদ্বোধন করেন।
এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় যা সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পর বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের আরোগ্য এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়ার পর ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়।
দিবস উদযাপন শেষে সেলিম আল-দীন মুক্তমঞ্চে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ, পুতুল নাচ এবং কলতান বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল অনুষ্ঠানসূচির অংশ। এছাড়া সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলা বসে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা ও গ্রাফিতি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে ১৫০ জন ছাত্র ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রকল্প পরিচালক ছিলেন ড. সুরত আলী খান এবং প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. মফিজ উদ্দিন আহমদ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।