নির্বাচনে শিক্ষার্থীদের ছুটি: টানা ৪ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১০:১৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২৫ জানুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তবে হিসাব মতে, শিক্ষার্থীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করবেন। ১১ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর শুক্র ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাধারণ সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা চার দিন বিশ্রাম পাবেন।
এদিকে, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি ছুটি ঘোষণা করা হলো।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।