বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে ইসলামী ছাত্রশিবির দাবী ডাকসু নেত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৫:৫০

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবির ভিন্নমত দমনে এবং ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে। সম্প্রতি একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন বলে দাবি করেন।

তিনি জানান, বরগুনার এক জামায়াত নেতার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তন্বীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

তন্বীর ভাষ্য অনুযায়ী, প্রতিবাদে অংশ নেওয়ার পর থেকেই শিবির ও শিবিরপন্থীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। তিনি বলেন, বরগুনার ওই জামায়াত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে ‘বেশ্যাখানা’ হিসেবে উল্লেখ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কোনো নির্বাচন, আদর্শ বা রাজনৈতিক ইস্যু ছিল না।

ডাকসু নেত্রী আরও অভিযোগ করেন, ছাত্রশিবির ভিন্নমত সহ্য করতে পারে না এবং কেউ তাদের বিপক্ষে অবস্থান নিলেই আক্রমণাত্মক আচরণ শুরু করে। ব্যক্তি ভিন্নভাবে চিন্তা করলেই বা বক্তব্য দিলেই তাদের তেড়ে আসা এবং ব্যক্তিগত জীবনাচরণে হস্তক্ষেপ করা হয়। সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য, গল্প ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

তন্বী বলেন, “গালাগালি ও অপপ্রচারে আমি ভেঙে পড়ি না। অতীতেও ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে একই ধরনের নোংরামির মুখোমুখি হয়েছি। এ ধরনের আচরণের ক্ষেত্রে দুই পক্ষকেই সমানভাবে বিচার করা উচিত।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top