মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ দুই নারী

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১৩

চট্টগ্রামে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ দুই নারী

চট্টগ্রামের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় একটি ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে গ্যাসের বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে দগ্ধ দুই নারীর নাম জানা যায়নি। গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। 

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তার আগেই দগ্ধ দুই জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। 

তিনি আরো জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা জানালা ভেঙে গেছে। বাসার বিভিন্ন আসবাব ও লেপ-তোষকও পুড়ে গেছে।প্রাথমিকভাবে গ্যাসের চুলা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। 



এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top