বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গাজীপুরে ঝুট গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২, ১১:৩৫

গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আমবাগ এলাকায় আগুনের সূত্রপাত হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টার কিছু আগে কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। আগুন আশপাশের বাসাবাড়িতেও ছড়িয়ে পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top