বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বাগেরহাটের ফকিরহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:৫৩

মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ মধ্যপাড়া এলাকা থেকে আবু হানিফ শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সে মৌভোগ মধ্যপাড়া গ্রামের গোলদার শেখের ছেলে।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই যুবকের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসাপাতের মর্গে পাঠায়। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।

মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খালিদুর আশিক জানান, তিনি মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা রাতের কোন এক সময় সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কলহের জের ধরে সে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী আবু হানিফ শেখ রোববার স্ত্রীকে বাড়িতে আনার জন্য শ্বশুরবাড়ি বৈলতলী গ্রামে যান। কিন্তু স্ত্রী শারীরীকভাবে অসুস্থ থাকায় তাকে না নিয়ে বাড়িতে চলে আসেন। এরপর এদিন সকালে সে জানতে পারে তার স্বামী আত্মহত্যা করেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top