বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৪

শাকিল খান | প্রকাশিত: ৯ মে ২০২৩, ০০:০৬

ছবি: সংগৃহীত

উখিয়া উপজেলায় ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে। আজ (৮ মে) দিন দুপুর ১টায় উপজেলার ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

সোমবার (৮ মে) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ হচ্ছেন- কলিমুল্লা (১০), ওমর ফারুক (৬), জসিম (৭) ও করিম উল্লাহ (৫৫)।

জানা যায়, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৮ ওয়েস্ট এর এ/১৯ ব্লকে আরসা সন্ত্রাসী জুবায়েরের নেতৃত্বে আনুমানিক ১৫ থেকে ২০ জন আরসা সদস্য একত্রিত হয়ে ক্যাম্প ৮ ইস্ট ও ওয়েস্টের মধ্যবর্তী স্থানে অবস্থানরত পাঁচ থেকে ছয়জন আরএসও সদস্যদের লক্ষ্য করে সাত থেকে আট রাউন্ড গুলি করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলাগুলিতে তিন শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থলে আমাদের টিম আছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top