বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ট্রাক চাপায় নিহত ১

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২১, ১৮:০৯

ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর রামদাশ মুন্সির হাটে শনিবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রাক চাপায় বাবুল মিয়া নামে ১ মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল মিয়া পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গুনাগরির দিকে যাচ্ছিলেন বাবুল। চট্টগ্রাম শহর থেকে আসা বাঁশখালীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালকটি পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

এনএফ৭১/জেএস/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top