মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

রাঙামাটিতে তিন পাহাড়ি যুবকের হত্যার সুবিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:৫৭

সংগৃহীত

ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবকের হত্যার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বুধবার সকালে জেলা শহরের বনরূপা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, মিথ্যা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ব্যর্থ চেষ্টা করার পর ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীরা ২৮ সেপ্টেম্বর সকাল থেকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে সাধারণ জনগণকে উসকানি দিয়ে রাস্তা অবরোধ করে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে গুইমারা-খাগড়াছড়ি সড়ক সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।

সেইদিন ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে বাঙালি জনগোষ্ঠীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেনাদের ওপর হামলা চালায়। এতে তিনজন সেনা অফিসারসহ ১০ জন সদস্য আহত হয়। একই দিনে রামগড় উপজেলায় বিজিবির যানবাহন ভাঙচুর করা হয় এবং বিজিবি সদস্যরাও আহত হন।

সংঘর্ষ চলাকালীন রামসু বাজারের পশ্চিমে অবস্থিত উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র দলের সদস্যরা লক্ষ্যভ্রষ্ট পাহাড়ি, বাঙালি ও সেনা সদস্যদের ওপর গুলি চালায়। এতে বিক্ষোভরত তিনজন সাধারণ পাহাড়ি যুবক নিহত হয়। সমাবেশে বক্তারা বলেন, এই হত্যার মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করে সহিংসতা ছড়িয়ে দিয়ে সরকার ও সেনাবাহিনীকে দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করা এবং রাজনৈতিক সুবিধা নেওয়া ছিল।

বক্তারা আরও বলেন, গত ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সংঘটিত বিভিন্ন ঘটনা ইউপিডিএফ কর্তৃক পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। রামসু বাজারে নিহত তিন যুবকের হত্যায় জড়িত সকল সন্ত্রাসীকে আইনের আওতায় আনা না হলে পিসিসিপি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট পারভেজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন, পিসিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।

জাহেদা বেগম,রাঙামাটি প্রতিনিধি।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top