মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

১৯ ঘণ্টােও উদ্ধার সম্ভব হয়নি

তানোরে ৪০ ফুট গভীর গর্তে পড়ে দুই বছরের সাজিদ

রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে তৎপর ফায়ার সার্ভিস।  ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে মাত্র দুই বছরের শিশু সাজিদ পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার ১৯ ঘণ্টা পরও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে শিশুটিকে উদ্ধারে সুরঙ্গ খননের কাজ চলছে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে মায়ের পিছু পিছু হাঁটতে গিয়ে হঠাৎ করে ৪০ ফুট গভীর ও মাত্র ৮ ইঞ্চি ব্যাসের গর্তে পড়ে যায় ছোট্ট সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা কাজ শুরু করে।

প্রাথমিকভাবে দড়ি ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিস সিদ্ধান্ত নেয় এক্সকাভেটর দিয়ে মাটি খননের। কিন্তু পুরো তানোর উপজেলায় কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকাভেটর না পাওয়ায় উদ্ধার কাজে দেরি হয়। পরে রাত ৮টার দিকে পাশের মোহনপুর উপজেলা থেকে ছোট দুটি এক্সকাভেটর এনে মাটি খোঁড়ার কাজ শুরু করে উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ৪০ ফুট গভীর গর্ত খনন শেষ হয়। এরপর সেখান থেকে সাজিদ পড়ে যাওয়া মূল গর্তের দিকে অনুভূমিক সুরঙ্গ খোঁড়া শুরু হয়, যা দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলছে। তবে এখনো শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি।

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন,
“আমরা সাফল্যের সঙ্গে ৪০ ফুট পর্যন্ত গর্ত করেছি। এখন সেই গর্ত থেকে শিশুটি যে জায়গায় পড়ে গেছে সেদিকে সুরঙ্গ তৈরি করছি। এখনো তাকে পাইনি, তবে উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় রয়েছে, আর পরিবারটি রয়েছে চরম উদ্বেগে। সবার একটাই প্রত্যাশা— দ্রুতই নিরাপদে উদ্ধার হোক ছোট্ট সাজিদ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top