দোকান-মোটরসাইকেল ভাংচুর
মাদারীপুরে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ
মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১১:৪৭
মাদারীপুরের রাজৈরে একটি বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীর খানের দোকান এবং দুটি মোটরসাইকেল ভাঙচুরের শিকার হয়েছে।
মাদারীপুর জেলার রাজৈর পৌরসভা এলাকার বেপারীপাড়া মোড়ে শুক্রবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম রাজৈর গ্রামের শহীদ শেখের মেয়ের বিয়েতে উচ্চস্বরে গান বাজানো হয়।
ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময়, রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান গান বাজানো বন্ধ করার চেষ্টা করলে। মসজিদের ভিতরে বসেই শহীদের ভাই অলি শেখের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
এর জের ধরে সন্ধ্যায় বেপারীপাড়া মোড়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল কুপিয়ে ভাঙচুর করা হয়।
রাজৈর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। তবে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।