রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

পটুয়াখালীতে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবনে কষ্ট

পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১২:০০

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গ্রামীণ জনপদ আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি, যার সঙ্গে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা।

খেপুপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার কলাপাড়ায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৮ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও গাড়িতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা। চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের বাসিন্দা ও গভীর সাগরের মাছ শিকারী জেলেরা। অনেকেই শীত নিবারণের জন্য খড়কুটো জালিয়ে আগুন পোহাচ্ছেন।

জেলার হাসপাতালগুলোতেও বেড়েছে শীত জনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top