রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

অর্থাভাবে থমকে গেছে শহীদ রিটনের কন্যার চিকিৎসা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:৫৫

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলা চরকিং ইউনিয়নের শহীদ রিটনের শিশু কন্যা তানিশা বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হলেও প্রয়োজনীয় চিকিৎসা চালানো যাচ্ছে না অর্থাভাবে। চার দিন ধরে চিকিৎসাধীন থাকা শিশুটির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, তানিশাকে প্রথমে শিশু ওয়ার্ডের শয্যার অভাবে হাসপাতালের বারান্দায় রাখতে হয়। পরে শয্যা জোটায়, তবে বাড়ি থেকে আনা সামান্য অর্থ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বর্তমানে ওষুধ কেনার মতো অর্থ নেই।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমান চন্দ্র আচার্য জানান, শিশুর অবস্থা সংকটাপন্ন ছিল, দ্রুত ভর্তি ও চিকিৎসা শুরু করা হয়েছে এবং এখন কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

শিশুর মামা জুয়েল বলেন, “বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় শিশুটিকে মা একাই হাসপাতালে এনেছেন। তাদের আর্থিক অবস্থার কারণে যথাযথ চিকিৎসা সম্ভব হচ্ছে না।”

শিশুর মা আফসানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সবাই এখন নির্বাচনের ব্যস্ততায় মগ্ন। অসুস্থ মেয়েকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। খাবার কিনলে ওষুধ কেনা যায় না, ওষুধ কিনলে খাবার জোটে না।”

প্রসঙ্গত, তানিশা হল শহীদ রিটন নামে পরিচিত নিহত ব্যক্তির কন্যা, যিনি ২০২৫ সালের জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন। রিটনের মৃত্যুর পর পরিবারের আর্থিক ভার সম্পূর্ণভাবে আফসানার কাঁধে এসে পড়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top