ধানুষ-ম্রুণালের বিয়ের ছবি ভাইরাল, আসল ঘটনা কি?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:২৫
বিনোদন জগতে বিয়ের মৌসুমে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন ধানুষ ও ম্রুণাল ঠাকুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাদের বিয়ের ছবিতে জুটি বর-কনের সাজে দেখা গেলেও, বিষয়টি নিয়ে তুমুল আলোচনা দ্রুত মিথ্যা প্রমাণিত হলো।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়ে পড়ার পর প্রথমে অনেকেই সত্যি ধরে নেন যে ধানুষ-ম্রুণাল চুপিসারে সাতপাকে বাঁধা পড়েছেন। ছবিতে ধানুষকে সোনালি পাড়ের সাদা কেরালা কটনের পোশাকে এবং ম্রুণালকে কাঞ্জিভরম ও গয়নায় সাজানো দেখা গেছে। পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকা উপস্থিত থাকার বিষয়টিও ভাইরাল হয়েছে।
কিন্তু পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হয়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি। আসলে তাদের কোনো বিয়ের অনুষ্ঠান ঘটেনি।
পূর্বে এই জুটির বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল, বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে বিয়ের সম্ভাবনার কথা। কিন্তু ম্রুণাল একটি পোস্টে লিখেছিলেন, “স্থির, উজ্জ্বল ও অটল”, যা ইঙ্গিত দিচ্ছিল যে খবরটি ভিত্তিহীন। ধানুষও ভারতীয় গণমাধ্যমকে জানান, “এটা একেবারেই ভুয়া খবর।”
এই ঘটনার পর স্পষ্ট হয়েছে যে ধানুষ-ম্রুণালের বিয়ের বিষয়ে সকল চর্চা AI-জেনারেটেড ছবি এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা মাত্র।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।