বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করলেন সাকিব

Nasir Uddin | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১০

সাকিব আল হাসান

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বল হাতে দাপিয়ে বেড়াচ্ছে। এতদিন ধরে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়নি। তবে গত মাসে হঠাৎ ইংল্যান্ডে বোলিং পরীক্ষা দিতে হয় তাকে। ভালো খবর হচ্ছে, সেই পরীক্ষায় পাস করেছেন সাকিব। ফলে কাউন্টি লিগে খেলতে আর কোনো বাধা নেই সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডারের।

চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে কোন সমস্যা না পাওয়া সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নেয় কাউন্টি কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সামারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে ওঠে প্রশ্ন।

কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে সাকিবকে। যে কারণে এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সে পরীক্ষাতে অবশ্য সফলই হয়েছেন তিনি।

২০০৬ সাল থেকে বাংলাদেশের জাতীয় দলে খেলে আসছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top