মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

Nasir Uddin | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ১০:৫৪

ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দিনগত রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার জনৈক চিকিৎসকের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে।

সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান জানান, বুধবার পাঁচলাইশ আবাসিক এলাকায় এন এম জিয়াউল আলমের এক আত্মীয়ের বাসা থেকে থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে সিআইডি। এদিন রাতেই পাঁচলাইশ থানা থেকে সিআইডির টিম তাকে ঢাকায় নিয়ে গেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top