বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

‘ঢাকা ড্রিম’ মুক্তি পেয়েছে ৬ সিনেমা হলে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ০০:৫৭

‘ঢাকা ড্রিম’

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জের ছয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ঢাকা ড্রিম সিনেমাটি। এই সিনেমাটি নির্মাণ করেছেন 'সুতপার ঠিকানা' খ্যাত নির্মাতা প্রসূন রহমান।

প্রসূন রহমান জানান, উন্নত জীবনের সন্ধানে অসংখ্য কারণে আমাদের অনেকের ঢাকা শহরে আসতে হয়। এর মধ্য থেকে আমরা ১০টি উল্লেখযোগ্য কারণ এ সিনেমায় দেখানোর চেষ্টা করেছি। সেখানে থাকছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শো’র প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের গল্প।

ছবিতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top