শহীদ শরিফ ওসমান হাদির আত্মার শান্তি কামনায় পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ২২:৫৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত শ্রী রাজীব চক্রবর্তী।
প্রার্থনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, বিপ্লব দে, অখিল ভৌমিকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তরা।
বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ভোটের প্রচারণার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।