বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সর্বোচ্চ ভোট পেলেন নায়ক ফেরদৌস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২২, ০৩:২৫

সর্বোচ্চ ভোট পেলেন নায়ক ফেরদৌস

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে৷ এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

অন্যদিকে, এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন নায়ক ফেরদৌস। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪০।

শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক চাপের কারণে নির্বাচনের শুরু থেকে মাঠে ছিলেন না 'হঠাৎ বৃষ্টি'খ্যাত এ নায়ক। তিনি ২৫ তারিখ থেকে সক্রিয় হয়েও সর্বাধিক ভোট পাওয়ার নজির গড়লেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top