পোস্টারে আগুন, চোখে যুদ্ধ—অ্যাভাটার ৩ নিয়ে কাঁপছে হলিউড
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ১৭:২১

অ্যাভাটার ফিরে আসছে! আর এবার আগুন আর ছাইয়ের গল্প নিয়ে—‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। হ্যাঁ, জেমস ক্যামেরনের পরিচালনায় ‘অ্যাভাটার’-এর তৃতীয় কিস্তির প্রথম লুক অবশেষে প্রকাশ পেয়েছে। ২৩ জুলাই প্রকাশিত এই পোস্টার ঘিরে এখন সরগরম বিশ্ব সিনেমাপ্রেমীরা।
ফ্র্যাঞ্চাইজির নতুন শত্রু: ভারাং, চরিত্রে অভিনয় করছেন ‘গেম অফ থ্রোনস’-খ্যাত ওনা চ্যাপলিন। তিনি নাভিদের এক নতুন উপগোষ্ঠী—অ্যাশ পিপল-এর নেতা। এরা থাকে অগ্ন্যুৎপাতে বিধ্বস্ত দ্বীপে এবং আগ্রাসী ও যুদ্ধপ্রবণ জাতি হিসেবেই দেখানো হবে তাদের।
এই প্রথম লুকে ভারাংয়ের মুখভঙ্গি, আগুনের প্রতিফলন আর ভয়ংকর ব্যাকগ্রাউন্ড—সবই যেন এক নতুন যুদ্ধের পূর্বাভাস! সেই সঙ্গে আগের মতোই আছেন জো সালডানা ও স্যাম ওয়ার্থিংটন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন জ্যাক চ্যাম্পিয়ন, বেইলি ব্যাস, ত্রিনিটি ব্লিস ও ব্রিটেইন ডাল্টন।
‘অ্যাভাটার’-এর প্রথম পর্ব মুক্তি পায় ২০০৯ সালে। দ্বিতীয় পর্ব ‘দ্য ওয়ে অব ওয়াটার’ আসে ২০২২-এ। এবারের তৃতীয় পর্বে মূল থিম জল নয়, আগুন। ‘অ্যাভাটার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে ২০২৫ সালের শেষে। ততদিন, এই আগুনের প্রথম ঝলকই আমাদের কল্পনার আগুন জ্বালিয়ে রাখবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।