রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

প্রতারিত রইস উদ্দিনকে হজে পাঠালেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৪:১৩

ছবি: সংগৃহীত

এই বৃদ্ধ মানুষটার কান্না কাঁদিয়েছিল পুরো দেশকে। নাটোরের সিংড়ার রইস উদ্দিন—ঈদের আগে নিজের হাতে লালন-পালন করা গরু নিয়ে যান ঢাকার হাটে। বিক্রি করলেন, দাম পেলেন এক লাখ তেইশ হাজার টাকা। কিন্তু তার হাতে তুলে দেওয়া হলো ১ লাখ ২১ হাজার টাকার জাল নোট।

ঠকিয়ে দিলো প্রতারক, ভেঙে পড়লেন রইস উদ্দিন। ক্যামেরার সামনে অশ্রুসিক্ত চোখে বলেছিলেন, আর গরু পালব না আর হাটে যাব না এই হাহাকার কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে।

ঠিক তখনই এগিয়ে এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন—উনি আমার বাবার বয়সী। আমি যদি তার মেয়ে হতাম, তবে এমনটিই করতাম।

আর কথার মতো কাজ—আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে অপু বিশ্বাস রইস উদ্দিনের ওমরাহ হজের পুরো খরচ বহন করেন। বৃহস্পতিবার ভোর ৬টায়, রইস উদ্দিন সৌদি আরবের পথে পাড়ি দেন—পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে। এই গল্প শুধু প্রতারণার নয়—এটা প্রমাণ, এই সমাজে এখনো মানবতা বেঁচে আছে। আর একজন মানুষ, একা হয়েও—আলোকবর্তিকা হয়ে উঠতে পারেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top