সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

জসিমপুত্র রাতুলের শেষ গান থেমে গেল চিরতরে

নায়কজসিমপুত্র, ব্যান্ড ‘ওন্ড’-এর প্রাণ—চলে গেলেন রাতুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৫:০৯

ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে, আর ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুল আর নেই। শনিবার (২৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে, রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।

তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ও পরে লুবনা জেনারেল হাসপাতালের কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়—কিন্তু শেষরক্ষা হয়নি। মাত্র ৩০-এর ঘরে থাকা এই প্রতিভাবান শিল্পী চলে গেলেন না ফেরার দেশে।

ব্যান্ড ‘ওন্ড’-এর কণ্ঠশিল্পী হিসেবেই নয়, রাতুল ছিলেন একজন অসাধারণ প্রযোজকও। ২০১৪ সালে ব্যান্ডটির অ্যালবাম ‘১’, আর ২০১৭ সালে ‘২’—দুই অ্যালবামেই তিনি মুগ্ধ করেছিলেন শ্রোতাদের।

নায়ক জসিমের তিন ছেলের একজন ছিলেন রাতুল। তবে অভিনয়ের পথে নয়, তিন ভাই-ই বেছে নিয়েছিলেন সুরের পথ। রাহুল, সামী ও রাতুল—তিনজনেই যুক্ত ছিলেন দেশের ব্যান্ডসংগীতে। রাহুল ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডে, আর রাতুল ও সামী ছিলেন ‘ওন্ড’-এর প্রাণ।

তার জানাজা অনুষ্ঠিত হয় উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে। শিল্পীর ইচ্ছা অনুযায়ী, তাকে তার বাবা জসিমের কবরের পাশেই সমাহিত করা হয়েছে। এই হঠাৎ বিদায়ে ভেঙে পড়েছে সংগীতাঙ্গন।

ভক্তদের চোখে জল, কণ্ঠে শুধুই একটিই কথা—এতো তাড়াতাড়ি চলে যাওয়ার ছিল না রাতুল! চিরকাল বেঁচে থাকবে তার গাওয়া সেই গানগুলোয়, তুমি আছো হৃদয়ে—রক সংগীতের রত্ন, এ কে রাতুল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top