৭ মাস পর দেখা হওয়ায় বাবা অপূর্বকে জড়িয়ে ধরে ছেলে আয়াশের কান্না
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৩:৫৪

টানা ৭ মাস ১০ দিন পর দেশে ফিরে ছেলে জায়ান ফারুক আয়াশকে সারপ্রাইজ দিলেন নাটকের‘বড় ছেলে খ্যাত জিয়াউল ফারুক অপূর্ব । টানা শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে তৃতীয় স্ত্রী শাম্মা দেওয়ানের কাছে গেলেন এই তারকা ।অপূর্ব-অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ।অদিতির সাথে বিবাহবিচ্ছেদের পর আয়াশ বাবার কাছেই থাকেন ।
তৃতীয় স্ত্রী আমেরিকায় থাকায় প্রায় সময় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অপূর্ব ।আর তখন ছেলে আয়াশের বাবা-মার জন্য মন কাঁদলেও তাদের সাথে আগের মতো থাকতে পারে না ।নতুন মা শাম্মা আমেরিকায় থাকায় সেখান থেকে ভালোবাসা পাওয়াটা অধরা ।ফলে বাবা বিদেশ পাড়ি দিলে একা দাদা-দাদির সাথেই থাকে ছোট্ট বাচ্চাটি ।
এবার টানা ৭ মাস ১০ দিন পর দেশে ফিরে সন্তান আয়াশকে সারপ্রাইজ দেয় এই তারকা । ঘুম থেকেই উঠেই বাবা অপূর্বকে দেখেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ে নিঃসঙ্গ আয়াশ ।তখন অপূর্ব বলেন ,কি হইছে ?কান্না করছো কেনো ?ঘুম থেকে উঠে কেউ কান্না করে নাকি ?- এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেলে নেটিজেনরাও বাবা -ছেলের এমন মূহুর্ত দেখলে আবেগঘন হয়ে পড়েন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।