বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

হিরো আলমকে তালাক দিয়েছেন রিয়া মনি

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৮:২১

ছবি: সংগৃহীত

‎বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, আবারও ব্যক্তিগত জীবনের কারণে খবরের শিরোনামে এসেছেন। তৃতীয় স্ত্রী রিয়া মনি তাকে তালাক দিয়েছেন—এমন তথ্য নিশ্চিত করেছেন রিয়া নিজেই।

‎সম্প্রতি হিরো আলম তার ফেসবুকে একাধিক পোস্টে অভিযোগ করেন, রিয়া মনি কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে রাত কাটিয়েছেন। তার দাবির সঙ্গে রিয়া ও অভির কিছু ছবি ও ভিডিও-ও প্রকাশ করেন, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

‎রিয়া মনি গণমাধ্যমকে জানান,'হিরো আলম আগের চেয়ে বেশি সমস্যা তৈরি করছেন। তাই আজ আইনিভাবে তাকে তালাক দিয়েছি। ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে গিয়েছিলাম ঠিক, তবে সেটা একটি কাজের জন্য।'অন্যদিকে, হিরো আলম বলেন,'আমি এখনো ডিভোর্স সম্পর্কে কোনো কাগজ পাইনি। '



‎তিনি আরও অভিযোগ করেন,'রিয়া আমাকে বলেছিল বগুড়ায় গিয়ে বাড়ি ঠিক করতে, আমি সেখানে যাই। এরপর দেখি সে অভির সঙ্গে কক্সবাজারে। আমি সেখানে গিয়েও তাদের পাইনি। তারা পালিয়ে এসেছে। এভাবে সংসার হয় না।'



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top