রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

ওদের সাথে বাঁচতে চাই, কেন বললেন পরীমণি ?

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১৫:১০

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি মানেই আলোচনার কেন্দ্রবিন্দু ।ক্যারিয়ারের চাইতে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা করা হয় ।প্রেম করে বিয়ে করেন পরী-রাজ ।আর তাদের ভালোবাসার পরিণতিস্বরুপ পরীর কোল আলো করে আজকের এই দিনে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য । তাই তো দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্য মঙ্গল কামনা করে একটি আবেগঘন পোস্ট দেন তিনি।

‎পোস্টে পরী লিখেছেন,' আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। ও আসার পর থেকে সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারি না। এখন শুধু বাঁচতে চাই, শুধুই বাঁচতে চাই ওদের সাথে।'ছেলের জন্য দোয়া চেয়ে তিনি আরও লেখেন, 'আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।'প্রিয় সন্তানের উদ্দেশ্যে বলেন, 'হ্যাপি বার্থ ডে বাজান, আমার জীবনের ডানা। আই লাভ ইউ।'



‎পুণ্যের পাশাপাশি পরীমণির ঘরে আছে আরেক সন্তান—সাফিরা সুলতানা প্রিয়ম। গত বছর জুনে মাত্র ৬ দিনের কন্যা শিশুকে দত্তক নিয়ে তিনি দুই সন্তানের দায়িত্বভার গ্রহণ করেন।

‎দাম্পত্য জীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পথচলা শুরু হলেও, পুণ্যের জন্মের এক বছর পরই ভেঙে যায় তাদের সংসার। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের লালন-পালন করছেন পরীমণি, আর রাজ ব্যস্ত সময় কাটাচ্ছেন তার অভিনয় ক্যারিয়ারে ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top