এবার মেজর সিনহার চরিত্রে মেগাস্টার শাকিব খান
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৬:৪৭

ঢালিউডের শীর্ষ নায়ক মেগাস্টার শাকিব খান প্রথমবারের মতো সেনা কর্মকর্তা মেজর সিনহার চরিত্রে বড় পর্দায় হাজির হবেন।২৬ বছরের অভিনয় জীবনে এটি তার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হতে যাচ্ছে। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সারা দেশে আলোচিত এই হত্যাকাণ্ড তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। বাস্তব এই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিনেমার নাম এখনও নির্ধারিত হয়নি। পরিচালনায় থাকছেন বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ—এটাই তার প্রথম চলচ্চিত্র। তিনি জানান, কাহিনিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কিছু নাটকীয় সংযোজন ও সম্পাদনা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং আবেগের মিশেলে নির্মিত এ সিনেমার শুটিং শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং মুক্তি পাবে বছরের কোনো এক শুক্রবার, ঈদ মৌসুমে নয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।