উত্তরায় কালচারাল বাকশালের মুখে চুনকালি দেওয়া কর্মসূচি পালন
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ২০:৩১

১৫ আগস্ট বিনম্র শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করা তারকাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে চুনকালি দিয়েছেন বিক্ষুদ্ধ জনতা । রাজধানী উত্তরায় বিকাল সাড়ে ৫ টায় মুগ্ধ মঞ্চে কালচারাল বাকশালের মুখে চুনকালি দেওয়া কর্মসূচি পালন করা হয় ।এতে বেশ কিছু মানুষ অংশগ্রহণ করেন।তাদেরকে শিক্ষা দিতে এই কর্মসূচি পালন করেন তারা ।যারা টাকার বিনিমনে মুজিব বন্দনা করেছেন সেইসব মুজিববাদের দোসরদের নতুন বাংলাদেশে কোনো জায়গা নেই ।
প্রসঙ্গত মেহের আফরোজ শাওন ২০ হাজার টাকার বিনিময়ে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করায় ।অভিযুক্ত তারকারা হলেন শাকিব খান ,জয়া আহসান , খায়রুল বাসার, জাহের আলভী, ইরফান সাজ্জাদ, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও নির্মাতা সুমন আনোয়ার ইত্যাদি ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।