রণবীরের ‘ধুরন্ধর’ শুটিং ইউনিটে খাদ্যবিষক্রিয়ায় ১০০ অসুস্থ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৪:৫৩

ছবি: সংগৃহীত

ভারতের লেহে রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর’-এর শুটিং ইউনিটে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় ১০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত রোববার রাতে হঠাৎ পেট ব্যথা, মাথাব্যথা ও বমি ভাব শুরু হয় শুটিং ইউনিটের সদস্যদের মধ্যে। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন, এটি স্পষ্টতই খাদ্যবিষক্রিয়ার ঘটনা।

ঘটনার আগে শুটিং ইউনিটের প্রায় ৬০০ সদস্য একসাথে খাবার খেয়েছিলেন। খাবারের নমুনা সংগ্রহ করে বিষক্রিয়ার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে ‘ধুরন্ধর’ ছবির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে রণবীরের জন্মদিনে। ভিডিওতে দেখা গেছে তার উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ এবং এক্সট্রিম অ্যাকশন দৃশ্যে পারদর্শিতা।

শেষ খবর অনুযায়ী, সকল রোগীর অবস্থা স্থিতিশীল। অধিকাংশকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ছবির শুটিং এই পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শুটিং ইউনিটের সবাইকে নিরাপদ রাখা ও চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top