বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

একমাত্র উপস্থাপিকা তমা রশিদ লাইফস্টাইল কন্টেন্টে ইউটিউবে পেয়েছেন সিলভার প্লে বাটন

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৬:২৩

ছবি: সংগৃহীত

টেলিভিশন উপস্থাপিকা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তমা রশিদ একমাত্র অনুষ্ঠান উপস্থাপিকা, যিনি লাইফস্টাইল কন্টেন্ট তৈরি করে ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তিনি ২০১৭ সাল থেকে উপস্থাপনার সাথে জড়িত। পূর্বে তিনি শিশু শিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় করতেন।

তিনি ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু চ্যানেলে উপস্থাপনা করেছেন। যেমন : আর টিভি, বিটিভি, একুশে টিভি, বাংলাভিশন, এটিএন বাংলা, এশিয়ান টিভি, নেক্সস টিভি, নাগরিক টিভি ইত্যাদি। তার সব থেকে আলোচিত অনুষ্ঠান ফ্ল্যাশ টক যা সম্প্রচারিত হয় নিউজ ফ্ল্যাশ ৭১ এ। পূর্বে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত ছিলেন।

সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা রয়েছে । ইনস্টাগ্রামে : ৪০,০০০+ ফলোয়ার,টিকটক: ৫০০,০০০+ ফলোয়ার,ইউটিউবে: ১,০০,০০০+ সাবস্ক্রাইবার (যার ভিত্তিতে তিনি সিলভার প্লে বাটন পান) রয়েছে।
টেলিভিশন উপস্থাপনার পাশাপাশি তিনি কর্পোরেট অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান উপস্থাপনা করে থাকেন। উপস্থাপনায় অবদানের জন্য একাধিক সম্মাননাও পেয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম এর সব থেকে জনপ্রিয় উপস্থাপিকা তিনি।

বহু গুনে গুন্নানিত এই উপস্থাপিকার বিগত জাতীয় বইমেলাতে তার লেখা এবং অনুবাদ করা বইগুলো পাঠকদের নজর কাড়ে। তার প্রকাশিত বই সমূহ :
কর্পোরেট হিরো, ওয়ে টু কমিউনিকেট,মার্কেটিং ইনসাইট ফ্রম এ টু জেড
ড (অনুবাদ)

তমা রশিদ শুধু টিভিতে জনপ্রিয় উপস্থাপিকা হননি, বরং তিনি সোশ্যাল মিডিয়ায় লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইউটিউবের সিলভার প্লে বাটন তার বহুমাত্রিক প্রতিভার অনন্য স্বীকৃতি—এবং টেলিভিশন-অনুষ্ঠান, সামাজিক মিডিয়া, বই ও কর্পোরেট ইভেন্ট—সব গ্রাউন্ডেই তিনি নিজেকে প্রমাণ করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top