সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

থালাপতি বিজয় রাজনীতিতে সিংহের মতো শক্তিশালী আগমন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১৩:৩০

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় এখন আলোচনার কেন্দ্রবিন্দু রাজনীতিতে। গত ২২ আগস্ট মাদুরাইয়ে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে তিনি আখ্যা দেন ‘আদর্শিক শত্রু’ বলে।

সমাবেশে লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে বিজয় বলেন— জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই। সিংহ একা হলেও সবসময় সিংহই থাকবে।

২০২১ সালের স্থানীয় নির্বাচনে তার ফ্যানক্লাব থেকে জন্ম নেওয়া দল বিজয় মাক্কাল ইয়াক্কাম ১৬৯ আসনের মধ্যে ১১৫টিতে জয় পায়। এরপর শুরু হয় বিজয়ের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা ২০২৪ সালে সত্যি হয়। তিনি গঠন করেন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)।

বিজয় আগেও নাগরিকত্ব আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা এনইইটি, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। রমজানে মুসলিমদের সঙ্গে ইফতার করে আলোড়নও তুলেছেন।

সিনেমার মতোই রাজনীতিতেও নায়কোচিত আগমন ঘটেছে তার। বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে-কে কঠিন চ্যালেঞ্জে ফেলতে যাচ্ছেন থালাপতি বিজয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top