সালমানের অমতি: আইটেম গানে মালাইকাকে খোলামেলা দেখতে চাইনি, খান পরিবারে অসন্তোষ
মিঠু মুরাদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩

বলিউডের জনপ্রিয় সিনেমা দাবাং-এর আইটেম গান ‘মুন্নি বদনাম হুই’ নিয়ে একসময় খান পরিবারে টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই অজানা ঘটনা সম্প্রতি প্রকাশ করেছেন সিনেমাটির পরিচালক অভিনব কশ্যপ।
অভিনব জানান, প্রথমে আরবাজ খান স্ত্রী মালাইকা অরোরাকে আইটেম গার্ল হিসেবে নিতে রাজি ছিলেন না। তাঁর আশঙ্কা ছিল, স্ত্রীকে “আইটেম গার্ল” বলা হবে, যা তিনি মানতে পারছিলেন না। এমনকি মালাইকার খোলামেলা পোশাক নিয়েও সালমান খানের আপত্তি ছিল। তবে মালাইকা নিজের সিদ্ধান্তে অনড় থেকে প্রস্তাব গ্রহণ করেন। তিনি স্বামীকে বুঝিয়ে বলেন, “এতে অশ্লীল কিছু নেই, কেবল নাচ। পরিবার-পরিজন সবাই সামনে থাকবে, ভয় কিসের?” পরে আরবাজ রাজি হয়ে যান। আর গানটি মুক্তির পর রেকর্ড ভেঙে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়।
পরিচালকের মতে, মালাইকার দুর্দান্ত নাচের দক্ষতার কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছিল। “ছাইয়া ছাইয়া” গানের মতোই তিনি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হন। সিনেমায় অভিনয়ে বেশি না থাকলেও নাচে সবসময় অনন্য ছিলেন মালাইকা।
প্রথমে পরিকল্পনা ছিল, আইটেম গান শেষে সালমান খানের প্রবেশ ঘটবে। কিন্তু গান শুনেই সালমান নিজে অংশ নিতে চান। অভিনব বলেন, “আমি চাইছিলাম ‘শোলে’র মেহবুবা দৃশ্যের মতো কিছু। কিন্তু সালমান বললেন, এটা সেরা গান, তাঁকে থাকতেই হবে। তাই তাঁর এন্ট্রি এগিয়ে আনতে হলো।”
এই পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হন খলনায়ক চরিত্রে অভিনয় করা সোনু সুদ। শুরুতে পুরো গানটিতে মালাইকার সঙ্গে তাঁকেই রাখা হয়েছিল। পরে সেই অংশ সালমান নিজের হাতে নেন। এ নিয়ে সোনু এক সাক্ষাৎকারে বলেন, “আমি তো ভেবেছিলাম এ গান আমার। তবে শেষ পর্যন্ত যা হয়েছে, ভালোই হয়েছে। মানুষ আজও গানটা মনে রেখেছে।”
উল্লেখ্য, আরবাজ খান ও মালাইকা অরোরা ২০১৬ সালে আলাদা হয়ে যান। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বর্তমানে ছেলে আরহানকে তাঁরা যৌথভাবে লালন-পালন করছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।