সাফা কবির মুখ খুললেন মাদককাণ্ড বিতর্কে: “প্রমাণ ছাড়া বোঝানো ছাড়া কিছু করার নেই”
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সম্প্রতি মাদককাণ্ডে তার নাম উঠে আসার বিষয় নিয়ে মুখ খুলেছেন। দেশীয় এক টেলিভিশনের পডকাস্টে তিনি জানান, গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে যে খবর প্রকাশ হয়েছিল, তার কারণে একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি বাতিল করা হয়েছে।
সাফা বলেন, “আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে, এটি শুধু একটি নিউজ। আমার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটি কীভাবে প্রমাণ করব?” তিনি আরও যোগ করেন, তার সিনিয়র শিল্পীরা কাজ বাতিল করছিলেন, এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কারণে কেউ কাজ করতে চাইছিল না।
সাফা এই পরিস্থিতিতে মানসিক সহায়তা পেয়েছেন বন্ধুদের কাছ থেকে। তিনি উল্লেখ করেন, “তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। জোভান এবং সিয়ামও অনেক সহযোগিতা করেছেন। তাদের জন্যই আমি এই পরিস্থিতি সামাল দিতে পেরেছি।”
তিনি সতর্কবার্তা দিয়েছেন, “হুজুগে অনেক কিছু করা হয়, কিন্তু এর প্রভাব মানুষ ও সমাজের ওপর কী হতে পারে, তা চিন্তা করা হয় না। পরিবার এবং কর্মজীবনের কথা ভাবার আগে সবকিছু দু’বার ভাবা উচিত।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।