নেটমাধ্যমে নজরকাড়া রূপে ধরা দিলেন শবনম বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯

সংগৃহীত

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যা ভক্ত-অনুরাগীদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে।

ছবিতে বুবলী নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন। খোলা চুলে তার স্নিগ্ধ হাসি আর মোহনীয় রূপ নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। ক্যাপশনে বুবলী লিখেছেন, “সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।”

নেটিজেনরা তার রূপ ও হাসির প্রশংসা করেছেন। এক ভক্ত লিখেছেন, “নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর।” আরেকজন মন্তব্য করেছেন, “বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।”

প্রসঙ্গত, ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। প্রথম ছবিতেই সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। এরপর থেকে তিনি দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top