শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

দীপিকার পাশে দাঁড়ালেন কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

সংগৃহীত

দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি মা হওয়ার পর কর্মজীবন ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অতিরিক্ত কাজের চাপ বা ‘বার্নআউট’ কোনো শিল্পীর জন্যই ভালো ফল বয়ে আনে না। কিয়ারা দীপিকা পাড়ুকোনের দৈনিক আট ঘণ্টা কাজের প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, মানসিক সুস্থতার ভিত্তি গড়ে ওঠে মর্যাদা, ভারসাম্য ও সম্মানের ওপর।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দম্পতি গত জুলাই মাসে কন্যাসন্তান সারায়াহের বাবা-মা হয়েছেন। মা হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে কিয়ারা বলেন, “মা হওয়ার পর এক মুহূর্তে আমার মনে হয়েছিল, এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। নিজের শরীরকে সবসময় সম্মান করতে হবে। কাজের জন্য আমি অনেক কিছু করেছি। মা হওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন সেটাই উপভোগ করছি।”

ক্লান্তি ও মানসিক চাপ কাটানোর সবচেয়ে কার্যকর উপায় সম্পর্কে তিনি বলেন, “ঘুমের মধ্যে সারায়াহর খিলখিল হাসির শব্দ।”

সম্প্রতি কিয়ারা ‘ওয়ার ২’ সিনেমায় কাজ করেছেন, যেখানে তার সহশিল্পী ছিলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। আগামী দিনে তিনি প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারী টেল ফর গ্রোন-আপস’-এ অভিনয় করবেন, যেখানে থাকছেন যশ ও নয়নতারা।

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনও গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর নতুন মায়েদের জন্য চলচ্চিত্র শিল্পে দৈনিক আট ঘণ্টার কাজের পক্ষে মত প্রকাশ করেছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top