রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

দেব ও শুভশ্রী ২০২৬-এ আবার জুটি বাঁধছেন, নতুন সিনেমার মুক্তির অপেক্ষা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:৪৭

সংগৃহীত

টালিউড তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ প্রতীক্ষার পর আবার বড় পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন। তাদের শেষ সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই নেটিজেনে গুঞ্জন চলছিল যে, এই জুটিকে আর একসঙ্গে দেখা যাবে না। তবে সেই গুঞ্জন মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে।

সূত্রের খবর, চলতি বছর পূজার সময় তাদের নতুন সিনেমা মুক্তি পাবে। গত বড়দিনে দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ মুক্তি পাওয়া সত্ত্বেও তারা আবার বড় পর্দায় জুটি বাঁধার প্রস্তুতি নিচ্ছেন।

‘ধূমকেতু’ সিনেমার প্রচারের সময় দর্শকরা তাদের উন্মাদনা চোখে পড়েছিল। সে সময় তারা পুরোনো সিনেমার গানেও একসঙ্গে নেচেছিলেন এবং সামাজিক মাধ্যমে একে অপরকে অনুসরণ করেছিলেন। তবে সিনেমা মুক্তির পর কিছু বিতর্ক ও দূরত্ব তৈরি হয়েছিল।

সত্যি বলতে, সেই বিতর্কও বাধা হতে পারেনি। এবারের নতুন সিনেমার প্রযোজনা করবে ‘দেব এন্টারটেনমেন্ট’। পরিচালকের নাম এখনো ঘোষিত হয়নি। জানা গেছে, খুব শিগগিরই সিনেমা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেব ও শুভশ্রী নিজেই জানাবেন।

ফ্যানদের জন্য এটি নিশ্চিতভাবেই সুখবর যে, তাদের প্রিয় জুটি আবার বড় পর্দায় দর্শকদের মন মাতাতে চলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top