বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

গুঞ্জন সত্যি!

বিয়ের পিঁড়িতে বসছেন জেফার রহমান ও রাফসান সাবাব

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩২

ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব প্রেম করছেন। যদিও এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। তবে এবার সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শোবিজের আলোচিত এই জুটি।

সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি জেফার রহমান।

জেফার ও রাফসানের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। তবে প্রায় এক বছর আগে রাফসান সাবাবের বিবাহবিচ্ছেদের পর থেকেই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ব্যাপক আলোচনায় আসে। সে সময় দুজনেই তাদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই উল্লেখ করেছিলেন।

এই জুটি সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই নেটিজেনদের আলোচনায় ছিলেন। অতীতেও তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করে জেফার রহমান বলেছিলেন, “আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরাই দিয়ে দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক।”

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যিই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জেফার রহমান ও রাফসান সাবাব। তবে বিয়ের বিষয়টি নিয়ে এখনো গণমাধ্যমের সামনে নীরব থাকছেন এই আলোচিত জুটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top