বুধবার রাজধানীতে কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৪
কেনাকাটা করার পরিকল্পনা করলে আগে জানা জরুরি, রাজধানীর কোন এলাকায় মার্কেট বা দোকানপাট বন্ধ থাকবে। আজ বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর কিছু মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে, যা আগেভাগে জানা থাকলে মহাবিড়ম্বনা এড়ানো সম্ভব।
বন্ধ থাকবে এই মার্কেটগুলো:
-
পাবলিক ওয়ার্কস সেন্টার
-
ইউনিটি প্লাজা
-
যমুনা ফিউচার পার্ক
-
নুরুনবী সুপার মার্কেট
-
ইউনাইটেড প্লাজা
-
কুশল সেন্টার
-
এবি সুপার মার্কেট
-
আমির কমপ্লেক্স
-
উত্তরার মাসকট প্লাজা
যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে:
বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।
পাঠকের জন্য পরামর্শ:
এলাকা বন্ধ থাকার খবর আগেভাগে জেনে নিলে সময় ও ঝামেলা বাঁচানো সম্ভব।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।