বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু: স্বামী পরাগ ত্যাগীর দাবি, ‘কালো জাদুই’ কারণ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১৩:৫৭
গত বছর জুনে আকস্মিক মৃত্যু হয় বলিউডের ‘কাটা লাগা’ গার্ল খ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জারিওয়ালার। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ হৃদরোগ উল্লেখ করা হলেও সম্প্রতি তার স্বামী পরাগ ত্যাগী জানিয়েছেন, তার স্ত্রী ‘কালো জাদু’ বা কোনো অতিপ্রাকৃত অশুভ শক্তির প্রভাবে মারা গেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে পরাগ ত্যাগী তার এই সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, “যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে।”
পডকাস্টে পরাগ ত্যাগী আরও বলেন,
“একবার নয়, বাড়িতে দুই দুইবার অস্বাভাবিকতা অনুভব করেছিলাম। প্রথমবার বেঁচে গেলেও দ্বিতীয়বার হারিয়েছি শেফালিকে।”
পরাগ একটি ঘটনা উল্লেখ করেন। জানান, তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে ‘পঞ্চমুখী হনুমান’ মূর্তি ছিল। মৃত্যুর কয়েক দিন আগে শেফালি সেটি অন্যত্র সরিয়ে দেন। এরপরই হঠাৎ মৃত্যু হয় শেফালির।
পরাগের দাবি, শেফালির ওপর যে কেউ কালো জাদু করেছে, তারাই শেফালিকে দিয়ে বাড়ির ‘পঞ্চমুখী হনুমান’ মূর্তি সরিয়েছেন। এতে বাড়ি ও শেফালির সুরক্ষা ভেঙে যায় এবং অভিনেত্রী অশুভ শক্তির প্রভাবে মারা যান।
পরাগ আরও জানান, শেফালির মৃত্যুর প্রায় এক মাস পর তিনি মূর্তিটি পুনরায় উপহার হিসেবে পান। বাড়িতে সেটি প্রতিস্থাপনের পর অনুভব করেন, তিনি কাজটি অনেক দেরিতে করেছেন।
শেষে পরাগ বলেন,
“আমি শতভাগ নিশ্চিত যে শেফালির সঙ্গে কেউ খারাপ কিছু করেছে। যে কালো জাদু করেছে এবং যার হাত এই ঘটনার পেছনে রয়েছে, তাকে আমি কোনো দিন ক্ষমা করব না।”
শেফালি জারিওয়ালা ২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম তার মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যরোধী ওষুধ খাওয়ার অভ্যাসকে দায়ী করে। পরে ময়নাতদন্ত রিপোর্টে হৃদরোগকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়। তবে স্বামী পরাগ ত্যাগী বৈজ্ঞানিক যুক্তি অগ্রাহ্য করে কালো জাদুকেই মৃত্যুর মূল কারণ মনে করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।