কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি পোস্টে ভক্তদের হাসির ঝড়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৩:৫১
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল রোববার সোশ্যাল মিডিয়ায় ‘১০ বছর আগের আমি, ২০১৬’ ক্যাপশনের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে নস্টালজিক স্মৃতি ভাগ করেছেন। তবে ছবিগুলোতে তার কিশোরী বয়সের দুষ্টুমিমাখা ভঙ্গি ও চঞ্চলতা দেখেই কমেন্ট বক্সে ভক্তদের হাসি-ঠাট্টার ঝড় বইয়ে দিয়েছে।

এক ভক্ত মজার ছলে লিখেছেন, “প্রথমে মনে হয়েছিল আমাদের বাজারের বিলকিস পাগল, পরে ভালো করে দেখে বুঝলাম এতো আমাদের কেয়া আপু।” আরেকজন লিখেছেন, “ছোটবেলায় অনেক পাজি ছিলেন বোঝা যাচ্ছে।” পাশাপাশি কিছু ভক্ত সময়ের বিবর্তন ও কেয়ার পরিবর্তন নিয়েও মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “গ্রামের চাচাতো বোন থেকে আজ শহরের কাজিন।” আবার কেউ বলেছেন, “অনেক স্মার্ট ছিল।”

সবমিলিয়ে কেয়া পায়েলের পুরনো ছবিগুলো ভক্তদের মধ্যে নস্টালজিয়া ও হাসির মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।