বলিউডে সুর, রাজনীতি ও বিতর্কের মিলন
মুসলিম হওয়া ছবি থেকে বাদ দিলো অস্কারজয়ী এ আর রহমান?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৯
বলিউডে সুর আর রাজনীতির সীমারেখা যখন একাকার হয়, তখনই সৃষ্টি হয় বিতর্কের বিস্ফোরণ। অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান সম্প্রতি অভিযোগ করেছেন, ধর্মীয় বিভাজন এবং রাজনৈতিক কারণে ইন্ডাস্ট্রিতে তার কাজ কমে গেছে।
তবে এই মন্তব্যের পরই তোলপাড় শুরু করেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা আক্রমণ করে বলেন,
“আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ আমি দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করেছে।”
তিনি আরও যোগ করেন, এ আর রহমান যে কাজ হারানোর অভিযোগ তুলেছেন তা অযৌক্তিক, বরং তিনি নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না।
তিন দশকের বেশি সময় ধরে ভারতের সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়া এ শিল্পীর মন্তব্য এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফলে আবারও শিল্প ও রাজনীতির সম্পর্ক আলোচনার কেন্দ্রে এসেছে।
এখন দেখার বিষয়, এই বিতর্ক থেমে থাকবে কি না, নাকি আরও গভীর হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।