বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রে চার ঢালিউড নায়কের সঙ্গে শাবনূর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৩:০৭

সংগৃহীত

ঢাকাই সিনেমার কোটি মানুষের হৃদয়ের রানি শাবনূর। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই জনপ্রিয় নায়িকা। সেখানেই ঢালিউডের চার চিত্রনায়কের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়ে ভক্তদের মাঝে নতুন করে আলোড়ন তুলেছেন তিনি।

সম্প্রতি শাবনূরের সঙ্গে দেখা করেছেন চিত্রনায়ক কাজী মারুফ, জায়েদ খান, মামনুন হাসান ইমন এবং আলেকজান্ডার বো। এই চার নায়কের মধ্যে আলেকজান্ডার বো ছাড়া বাকি তিনজনের সঙ্গেই বিভিন্ন সময়ে পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর। দীর্ঘদিন পর সহকর্মীদের পেয়ে বিদেশের মাটিতে বেশ আনন্দঘন সময় কাটান এই তারকা।

এই মিলনমেলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়ক জায়েদ খান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’

ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের মন্তব্যে ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। শাবনূরের চিরসবুজ রূপে মুগ্ধ হয়ে একজন লিখেছেন, ‘শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা।’ আরেক ভক্ত মন্তব্য করেন, ‘শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। তাকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কী নির্মল হাসি, শান্ত উপস্থিতি।’

জানা গেছে, গত বছরের এপ্রিলে সিডনি থেকে মাত্র আট ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন শাবনূর। সে সময় অসুস্থ মাকে নিয়ে তড়িঘড়ি অস্ট্রেলিয়ায় ফিরে গেলেও জানিয়েছিলেন, বছর শেষে দেশে ফিরবেন। তবে একমাত্র ছেলে আইজান নেহানের ইচ্ছাতেই পরে গন্তব্য বদলে যায়। ছেলেকে যখন জিজ্ঞেস করেন তিনি আমেরিকা যেতে চান কি না, তখন আইজানের উত্তর ছিল—‘হ্যাঁ’। ছেলের সেই আবদার পূরণ করতেই এবারের যুক্তরাষ্ট্র সফর।

প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাবনূর। এর আগেও সেখানে তিনি মৌসুমী, অমিত হাসান ও কাজী মারুফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানা গেছে, আরও কয়েক দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সময় কাটাবেন এই জনপ্রিয় নায়িকা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top