সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

সিনেমা থেকে বিরতি নিচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ২১:২৯

সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ও যুক্ত অনন্ত জলিল বর্তমানে তার ব্যবসার সমস্যার কারণে সিনেমা থেকে বিরতি নিতে যাচ্ছেন। ফ্যাক্টরিতে কর্মীসংখ্যা কমে তিন ভাগের এক ভাগে নেমে আসায় ব্যবসার দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘মোস্ট ওয়েলকাম’খ্যাত এই অভিনেতা ও প্রযোজক।

অন্তত দেড় যুগ ধরে স্ত্রীর সঙ্গে জুটি বেঁধে ছবিতে কাজ করছেন অনন্ত জলিল। তবে তিনি বলেন, “সিনেমা করলেও সেটা কখনো ছিল শখের বাইরে। ব্যবসার সংকট কাটিয়ে ওঠা ছাড়া শুটিংয়ে মন দেওয়া ঠিক হবে না। যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করি।”

বর্তমানে জুটির দুটি সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ শুটিং সম্পূর্ণ হয়নি। অনন্ত জানান, “ভালো সময় এলে আবার একসঙ্গে সিনেমা করব, নইলে অপেক্ষা করব।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top